“অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন” –এই জগতে আসার আগে যে বিষয় গুলো নিয়ে ভাবতে হবে

অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জনবেপারটা প্রথম প্রথম শুনা মাত্রই নতুন এক কৌতুহলের জন্ম দেয় আমাদের মনে, তারপর অনেকেই হুটহাট করে নেমে পড়েন অর্থ উপার্জনের লক্ষ্যে কোন চিন্তাভবনা না করেই, কিন্তু কিছু সময় পরে বুঝতে পারেন কাজটা তাদের জন্য না এবং হতাশ হয়ে নেতিবাচক ধারনাও করে বসেন অনেকে   
অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন

তো অনলাইনেঘরে বসে অর্থ উপার্জন–এই জগতে আসার আগে আমাদের যে যে বিষয় গুলো নিয়ে ভাবা উচতঃ 

আমার কুমিল্লাবাসী, আমরা ঢাকার দামে ইন্টারনেট চাই


Green IT | Best Outsourcing Training Center in Comilla


ইন্টারনেট বা প্রযুক্তির এই যুগে আমাদের কুমিল্লাতে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য হয়নি!!!! যে দুয়েকটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান রয়েছে তারা প্রতিটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ মূল্য বা লাইন খরচ বাবদ ৩০০০ থেকে ৭০০০ টাকা চায় এবং 1mbps –এর দাম ১৫০০ থেকে ২৫০০ টাকা  চায়!!! যাহা একজন সাধারণ ছাত্রছাত্রী কিংবা ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক এমন একজন সাধারণ ব্যাক্তির পক্ষে সম্ভবপর নয় (কুমিল্লাতে ১২৮ kbps-এর দাম ৮০০ টাকা আর ঢাকাতে ২mbps –এর দাম মাত্র ৭০০ টাকা)

এছাড়াও বর্তমানে ইন্টারনেট-এর মাধ্যমে “ঘরে বসে অর্থ উপার্জন” করার যে সুবর্ন সুযোগ “আউটসোর্সিংএই পেশায় ইচ্ছা থাকা শর্তেও ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সহজলভ্য না থাকায় বা এর অতিরিক্ত ছড়া মুল্যের কারণে শত শত বেকার যুবক-যুবতী বা ছাত্রছাত্রী এই মহৎ পেশায় আসতে পারছেনা।

তাই আমাদের কুমিল্লাবাসীর প্রাণের দাবী,  কুমিল্লা শহরের প্রতিটি পারহা-মহল্লায় এমনকি কুমিল্লার প্রত্যেকটি উপজেলায়ও ঢাকার মতো স্বল্প দামে  ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চাই সৌজন্যেঃ Green IT

ঘরে বসে অনলাইনেই পাসপোর্ট এর ফরম পূরণ করুন

Green IT | Best Outsourcing Training Center in Comilla, পাসপোর্টদেশের বাইরে যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। কেউ পড়াশোনা করতে, কেউ চিকিৎসার জন্য কেউ যাবেন জীবনের তাগিদে রোজগার করতে কেউবা শুধুই ঘুরতে। যে জন্য-যেখানেই যেতে চাই প্রথমে প্রয়োজন পাসপোর্ট। অনেকেই ঝামেলা মনে করে এই জরুরি কাজটি করতে চাই না। কিন্তু অনেক সময় প্রয়োজনে পাসপোর্ট না থাকার কারণে বিড়ম্বনায় পড়তে হয়।


তবে এখন পাসপোর্ট করা কিন্তু অনেক সহজ। আপনি ঘরে বসে অনলাইনেই অনেক কাজ করে নিতে পারেন। জেনে নিন পাসপোর্ট করার সহজ পরামর্শ:

প্রথমে ব্যাংকে টাকা জমা দিয়ে আসতে হবে কারণ অনলাইনে আবেদন ফর্মে ঐ ব্যাংকের রশিদ নম্বর এবং জমার তারিখ দিতে হয়। এক মাস সময় নিয়ে পাসপোর্ট পেতে ৩০০০ টাকা এবং ১৫ দিনের পাসপোর্টের জন্য ৬০০০ টাকার সাথে ১৫ শতাংশ ভ্যাট জমা দিতে হবে।

ফর্ম পূরণ 

ইন্টারনেট-এর এই যুগে অনলাইনেই নিজের ক্যারিয়ার গড়ে তুলন (Build your career in Outsourcing )

Green IT, Best Outsourcing Training Center in Comilla, Freelancing  Training Center in Comilla
GreenIT 
আমাদের মধ্যেই অনেকেই আছি পড়াশুনা করছি এবং অনেকেই আবার কাজ করছি আবার এমন অনেকে আছি যারা বেকার বসে আছি কিংবা চাকরি খুঁজছি। ইন্টারনেট নিয়ে কমবেশি সবাই ঘাটাঘাটি করি, অনেকে আবার অনলাইন থেকে আয়ের কথাও শুনেছি। তাই পড়ালেখা বা অন্যান্য কাজের পাশাপাশি অনলাইনে কাজ করে আয়ের এই সুযোগকে কাজে লাগিয়ে অনলাইনেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন এবং মাত্র কয়েক মাসে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রীল্যান্সার।

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৮ (শেষ পর্ব) || Odesk/Upwork Step by Step Tutorial Part:8 (End Part)


কাজতো পেয়ে গেলেন। এবার কাজ শুরু করার পালা।
Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৭ || Odesk/Upwork Step by Step Tutorial Part:7


Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

ওডেস্কে কাজ পাওয়ার জন্য প্রথমে কাজে বিড করতে হয় অতঃপর বায়ার কর্মীর প্রোফাইল দেখে সন্তুষ্ট হলে তারা কর্মীকে ইন্টারভিউ এর জন্য কল করে থাকে, কর্মীকে ভাল ইন্টারভিউ এর উপরে নির্ভর করে সার্বিক সাফল্য নির্ভর করে অনেক ক্লায়েন্ট কাভার লেটার দেখেই ফ্রিল্যান্সার সিলেক্ট করে ফেলে আর এইজন্য কাভার লেটারটা ভালো হওয়া বাঞ্ছনীয় তবে অনেক ক্লায়েন্ট ইন্টারভিউ নিতে চায় বিশেষ করে যে সব কাজ দীর্ঘমেয়াদি কিংবা বাজেট নিয়ে ক্লায়েন্ট কনফিউশনে আছে ওইসব কাজে

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৬ || Odesk/Upwork Step by Step Tutorial Part:6


Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৫ || Odesk/Upwork Step by Step Tutorial Part:5


Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল
ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

) যে কাজটির জন্য বিড করবেন, সেটার বর্ণনা ভালভাবে পড়ে বুঝে নিন

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৪ || Odesk/Upwork Step by Step Tutorial Part:4


প্রোফাইল ১০০% কমপ্লিট করার পর
Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

প্রোফাইল ১০০% কমপ্লিট করার পর যেহেতু আপনি নতুন, তাই আগামী দু-তিন দিন পুরো সাইটটি অবশই খুবই ভালভাবে ঘুরাঘুরি করুন। দু-তিন যা যা করবেন

ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৩ || Odesk/Upwork Step by Step Tutorial Part:3


রেজিষ্ট্রেশন কনফার্ম হওয়ার পর আপনার Profile-টি 0% দেখাচ্ছে, আপনার Profile-টিকে ১০০% Complete করতে হবে এবং প্রয়োজনীয় টুলস দিয়ে Profile-টি সাজাতে হবে, কেননা আপনার Profile-এর উপর ভিত্তি করেই Clientরা আপনাকে কাজ দিবে।
Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল