ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৪ || Odesk/Upwork Step by Step Tutorial Part:4


প্রোফাইল ১০০% কমপ্লিট করার পর
Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

প্রোফাইল ১০০% কমপ্লিট করার পর যেহেতু আপনি নতুন, তাই আগামী দু-তিন দিন পুরো সাইটটি অবশই খুবই ভালভাবে ঘুরাঘুরি করুন। দু-তিন যা যা করবেন

) কি কি কাজ আছে, সেগুলোর বর্ণনা দেখুন। কি ধরনের কাজ থাকে সেটার একটা ভাল আইডিয়া হয়ে যাবে

খ) বাম দিকে লেখা “Find Jobs” ক্লিক করুন। যে পেজ আসবে সেখানের বাম দিকে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন। যে ক্যাটাগরিতে কাজ করতে চান, সেখানে ক্লিক করুন। ডান দিকে সব কাজের লিস্ট বের হবে। সেখানে নীল রংয়ের লেখা টাইটেলে ক্লিক করুন। তাহলে অন্য একটি পেজ আসবে। পেজটি অনেক গুরুত্বপূর্ণ।পেজটিতে কি কি করবেন তা একে একে এখানে বর্ননা করা হলো

: এখানে যে কাজটি ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাবে সেটির বর্ণনা। সেটি ভালভাবে পড়ে দেখুন, আপনার পক্ষে করা সম্ভব কিনা

: এখানে কাজটির ওভার ভিউ দেয়া আছে। অর্থাৎ কাজটির ধরন কি? ঘন্টা ভিত্তিক হলে লিখা থাকবে “Hourly”, ফিক্সড হলে লেখা থাকবে “Fixed” তারপর থাকে workload, duration (কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে), posted (কাজটি কবে পোস্ট হয়েছে) আরও অনেক কিছু আছে। পড়ে বুঝে নিতে হবে বাকিটুকু

: Preferred Qualifications: কাজটি করার জন্য ক্লায়েন্ট কিরকম যোগ্যতা লোক চাচ্ছে সেটা জানা যাবে। যেমনঃ Feedback Score, odesk hours ইত্যাদি

৪ঃ Client Activity on this Job এখানে দেখা যাবে কত জন Applicants এখন পযন্ত কাজে বিড করেছে, কতজনকে ক্লায়েন্ট Interview এর জন্য ডেকেছে।

: About the Client: এখানে আপনি বায়ার সম্পর্কে তথ্য পাবেন।বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাই কিনা। ক্লায়েন্ট এখন পযন্ত কত ঘন্টা কাজ করিয়েছে।এগুলো সহ আরো তথ্য। যেটা জেনে আপনি ক্লায়েন্টের ব্যপারে একটি ভাল ধারনা পাবেন

: আপনার একাউন্টের জন্য নির্দিষ্ট ৬০টি বিড করার কানেক্ট আছে। জায়গাতে আপনি দেখতে পারবেন, আপনার কানেক্ট কয়টি এখনও বাকি আছে অর্থাৎ এখনও কয়টি বিড করার সুযোগ আছে

: এবার যদি সিদ্ধান্ত নেন বিড করার জন্য, তাহলে এখানে এসে “APPLY TO THIS JOB” বাটনে ক্লিক করুন

আউটসোর্সিং এ নিজেকে দক্ষ করে তুলার জন্যে প্রশিক্ষণ নিতে ভিজিট করুনঃ

No comments:

Post a Comment