ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:৫ || Odesk/Upwork Step by Step Tutorial Part:5


Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল
ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল

) যে কাজটির জন্য বিড করবেন, সেটার বর্ণনা ভালভাবে পড়ে বুঝে নিন

) যে কাজে বেশি বিড হয়নি, সেগুলোতে বিড করবেন, কাজ পাওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে। যদি আপনার প্রোফাইল নতুন হয়, তাহলে আপনার নিয়ম ভালভাবে পালন করতে হবে
আপনি যখন সবার আগে বিড করেন, তখন আপনার প্রোফাইল নতুন হলেও শুধুমাত্র উপরের নিয়মে ভালভাবে প্রোফাইল তৈরি করার কারনে ক্লায়েন্টের কাছে মনে হতে পারে কাজ করানোর জন্য সে সবচাইতে সেরা ব্যক্তিকে খুজে পেয়েছে। এজন্য আপনাকে কাজ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেকে বিড করলে সকল প্রোফাইলের সাথে আপনার প্রোফাইল তুলনার করার সুযোগ থাকবে বায়ারের। তখন অন্যের সাথে তুলনাতে আপনার প্রোফাইল ক্লায়েন্টের কাছে পছন্দ নাও হতে পারে

) ওডেস্কে যারা কাজ করছিলেন তারা এতটা দিন ধরে পরিচিত ছিলেন জব কোটা এর সাথে। তবে বর্তমানে কোটা পদ্ধতির পরিবর্তন করে কানেক্ট সিস্টেম করা হচ্ছে। কানেক্ট ভার্চুয়াল কয়েন পদ্ধতি যা যেকোন জবে এপ্লাই করার জন্য ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে প্রতিটি ফ্রিল্যান্সার বেসিক মেম্বারশিপ এর আওতায় থাকবে এবং প্রতি মাসে ৬০ টি কানেক্ট পাবে। প্রতি জবে এপ্লাই করার ক্ষেত্রে আপনাকে কানেক্ট ব্যবহার করতে হবে। এক্ষেত্রে থেকে সর্বোচ্চ টি কানেক্ট (সাধারনত টি) ব্যবহার করার প্রয়োজন পরবে কাজের প্রকারভেদ অনুযায়ী। সাধারনত আওয়ারলি এবং ফিক্সড প্রাইস জব এর ক্ষেত্রে কাজের পরিধি পেমেন্ট এবং ক্লায়েন্ট ইচ্ছের উপর ভিত্তি করে সর্বোচ্চ টি কানেক্ট এর প্রয়োজন হতে পারে
সুতরাং আপনার কানেক্ট ভালভাবে বুঝে ব্যবহার করবেন।শুধু শুধু বিড করে আপনার কানেক্ট নস্ট করে কোন লাভ নেই

) খুব বেশি অনলাইনে থাকার চেষ্টা করুন, যাতে ক্লায়েন্ট আপনাকে কোন কারনে মেসেজ দিলে সেটার উত্তর দিতে দেরি না হয়

) বিড করার আগে অবশ্যই ক্লায়েন্টের প্রোফাইল চেক করে নিবেন
ক্লায়েন্টের প্রোফাইল চেক করার সময় যে যে বিষয় লক্ষ্য করবেন:
- ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা
- ক্লায়েন্ট এখন পযন্ত কত ঘন্টা কাজ করিয়েছে
- আপনি যে টাইপ কাজে বিড করছেন, সে টাইপের কাজ ক্লায়েন্ট আগে করায়ে থাকলে সেটা কত রেটে করায়েছে, সেটা খেয়াল করবেন। সে অনুযায়ি বিড করবেন

) যদি আপনি মনে করেন যে কাজটির জন্যে আপনি ফিট তাহলে দানে  Apply to this job বাটনে ক্লিক করুন। যে পেজটি আসবে সেখানে Propose Terms নামে যে বক্স আছে সেখানে Paid to You-এর ডান পাশের বক্সে ডলারের পরিমাণ লিখুন, মানে কত ডলারে আপনি কাজটি করতে চাচ্ছেন। ঘণ্টাভিত্তিক (Hourly) কাজ হলে প্রতি ঘণ্টায় কত ডলার হারে কাজটি করতে চাচ্ছেন, তা লিখুন। তারপর Cover Letter বক্সে একটি কভার লেটার লিখুন। -সম্পর্কিত কোনো কাজ আগে করে থাকলে তা উল্লেখ করতে পারেন। Attachment: কিছু থাকলে দিতে পারেন, দিলে ভাল হবে। এখন Agree to Terms: বক্সে টিক চিহ্ন দিয়ে Apply to this job বাটনে ক্লিক করুন। নতুন পেজ এলে Yes, I Understand বক্সে টিক চিহ্ন দিয়ে Continue to Apply বাটনে ক্লিক করুন

উল্ল্যেখ যে কাজটিতে যদি বায়ারের বিশেষ রিকয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে রেট না কমিয়ে কাজের Sample বা পারফর্মেন্স দেখিয়ে বিড জেতার চেষ্টা করুন। অন্যদিকে যদি সহজ কাজ হয়, যেখানে আপনি বুঝতেই পারছেন বায়ার মূলতঃ কম বাজেটে কাজটি করাতে চাচ্ছে, সেক্ষেত্রে বিডের এমাউন্ট কমিয়ে দিন

লক্ষ্যণীয়, আপনি যে কাজ জানেন সেই কাজ করতে যাওয়াই ভালো। কাজ না জেনে অযথা কোনো কাজে বিড করতে যাবেন না। কারন এতে করে আপনি যদি কাজটি পেয়ে যান তাহলে কাজটি শেষ করতে না পারার কারণে আপনি টাকা এবং ফিডব্যাক কোনোটাই পাবেন না। আর যদি ফিডব্যাক পানও সেটা হবে নেগেটিভ। যাতে করে আপনার ভবিষ্যতে কাজ না পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে

আউটসোর্সিং এ নিজেকে দক্ষ করে তুলার জন্যে প্রশিক্ষণ নিতে ভিজিট করুনঃ

No comments:

Post a Comment