Upwork এ শুধু বিডই করে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না! আগে নিজেকে প্রস্তুত করুন তারপর বিড করুন!!!

Best Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

আমরা অনেকেই বিভিন্ন মাধ্যমে ফ্রীল্যান্সিং এর জন্য কাজ শিখেছি অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে কাজ শিখেছি আবার অনেকে বিভিন্ন বাংলা টিউটোরিয়াল এর মাধ্যমেও কাজ শিখেছি কিন্তু যারা বিভিন্ন মাধ্যম থেকে ফ্রীল্যান্সিং বা অনলাইনে কাজ করার জন্য কাজ শিখে থাকেন তাদের মধ্যে অনেককেই বলতে শুনা যায় যে, আমি তো খালি বিডই করে যাচ্ছি কিন্তু কাজ তো পাচ্ছি না   আবার একই জায়গা থেকে কাজ শিখে কেউ কেউ - সপ্তাহের মধ্যেই কাজ পেয়ে যান আবার নতুনদের মধ্যে অনেকেই কাজ না পেয়ে হতাশ হয়ে বলে থাকেন, এখন আর নতুনরা নাকি কাজ পায় না 

Upwork এ জব সাক্সেস রেট ঠিক রাখুন

Green IT,Best Outsourcing Training Center in Comilla, Outsourcing Training Center in Comilla
আপনার সাথে ক্লায়েন্ট এর একটা ছোট কিন্তু ভালো কাজ আপনাকে পুনরায় হায়ার করতে সাহায্য করবে। তারা সহজে আপনাকে রিকমেন্ড করবে এবং অন্য ক্লায়েন্ট এর কাছে নিজে থেকে আপনাকে পরিচয় করিয়ে দিবে। আর আপওয়ার্ক এর নতুন পলিসি অনুযায়ী আপনার সাক্সেস রেটই  আপনার জব পাওয়ার একমাত্র চাবি কাঠি।  আপনার সাক্সেস রেট বাড়ানোর কিছু কৌশল বর্ননা করা হলঃ

ফ্রীল্যান্সিং করে অর্থ আয় করতে হলে যা যা করতে হবে

Green IT, Best Outsourcing Training Center in Comilla, Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

প্রচুর প্রোজেক্টে বিড করুণঃ আপনি যত বেশী বিড করবেন তত বেশী কাজ পাবার সম্ভাবনা বেড়ে যাবে। এটা ঠিক আপনি এক সাথে সব কাজ করতে পারবেন না তবে আপনি ক্ষেত্রে ওই সব কাজ আগে করবেন যে সব কাজে টাকা বেশী। আপনি যদি সঠিক বেশী দামের কাজ না পান তাহলে আপনার বিড করা চালিয়ে যান। এভাবে চালিয়ে গেলে আপনার কাজ পাবার সম্ভাবনাও বাড়বে সাথে ভালো মূল্যের কাজও বেছে নিতে পারবেন।

Upwork-এ কাজ পাওয়ার কিছু কৌশল

Green IT, Best Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার  অন্যতম একটি ওয়েবসাইট হল Upwork মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) এই  সাইট থেকে কাজ নিয়ে থাকেন। কিছু কৌশল জানা থাকলে কাজ পাওয়াটা হয় সহজ

অতিরিক্ত রেটে বিড না করাঃ কেউ কেউ আছেন, যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই কাজ পেয়ে যান। আবার কেউ কেউ আছেন, যাঁরা ১০০টা আবেদন করেও পান না এটা অনেকটা নির্ভর করে আপনি কত কম অর্থে (ডলার) কাজটি করে দেওয়ার জন্য আবেদন করেছেন তার ওপর