ODesk এ একাউন্ট তৈরীর জন্য
২) উপরে
ডানে "Sign up!"
বাটন-এ ক্লিক করুন।নিচের ছবির মতো আসবে।
![]() |
ওডেস্ক ধারাবাহিক টিউটরিয়াল |
৩)এখানে একাউন্ট তৈরীর জন্য দুটি অংশ পাবেন, ১) “I need a freelancer” ২) “I need a job” এবং দুটির নিচেই থাকবে “Sign up” বাটন।
এখানে প্রথম অংশ হলো ক্লায়েন্টদের জন্য এবং দ্বিতীয় অংশটি হলো Contractorদের জন্য। সুতরাং আপনি যেহেতু একজন
ফ্রিল্যান্সার তাই আপনাকে দ্বিতীয়টিতে অর্থাৎ “I need a job” এর নিচে “Sign
up” বাটন ক্লিক করতে
হবে। এখন একাউন্ট তৈরীর জন্য নিচের ছবির মতো একটি ফর্ম আসবে।
![]() |
ওডেস্ক ধারাবাহিক টিউটরিয়াল |
৪) এখন উক্ত রেজিস্ট্রেশন ফরমে প্রত্যেকটি ঘর নির্ভুল ভাবে পূরন
করুন।অবশ্যই
আপনার
National ID Card অথবা
Passport
এ
যে
নাম
এবং
জন্ম
তারিখ
দেয়া
আছে
হুবুহু
সেটাই
দিন। তাহলে পরে আইডি VERIFICATION এ
সমস্যা হবে না।(এখনে “First
Name” এবং “Last Name” এর ঘরে আপনার National
ID Card এ ইংরেজিতে আপনার নাম যেভাবে আছে ঠিক সেই ভাবেই দিতে হবে।
নামটি যদি এরূপ হয়ঃ Md. Rafiqul Islam
তাহলে “First Name”-এর ঘরে দিবেন “Md Rafiqul” Md-এর পর(.)দিবেন না আর “Last
Name” -এর ঘরে দিবেন Islam)
৫) ফরমটি পূরন হয়ে গেলে Get Started বাটন এ
ক্লিক করুন।
চলবে......
আউটসোর্সিং এ নিজেকে
দক্ষ করে তুলার জন্যে প্রশিক্ষণ নিতে ভিজিট করুনঃ
No comments:
Post a Comment