ওডেস্ক/আপওয়ার্ক ধারাবাহিক টিউটরিয়াল শুরু থেকে শেষ পর্ব:২ || Odesk/Upwork Step by Step Tutorial Part:2


ODesk  একাউন্ট তৈরীর জন্য

১) প্রথমেই www.odesk.com  যান

২) উপরে ডানে "Sign up!" বাটন-এ ক্লিক করুন।নিচের ছবির মতো আসবে।
Green IT,| Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল
ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল


৩)এখানে একাউন্ট তৈরীর জন্য দুটি অংশ পাবেন, ১) “I need a freelancer” ২) “I need a job”  এবং দুটির নিচেই থাকবে “Sign up” বাটন।  এখানে প্রথম অংশ হলো ক্লায়েন্টদের জন্য এবং দ্বিতীয় অংশটি হলো Contractorদের জন্য। সুতরাং আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার তাই আপনাকে দ্বিতীয়টিতে অর্থাৎ “I need a job” এর নিচে “Sign up” বাটন ক্লিক করতে হবে। এখন একাউন্ট তৈরীর জন্য নিচের ছবির মতো একটি ফর্ম আসবে।

Green IT, Best Outsourcing Training Center in Comilla, ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল
ওডেস্ক  ধারাবাহিক টিউটরিয়াল 

৪) এখন উক্ত রেজিস্ট্রেশন ফরমে প্রত্যেকটি ঘর নির্ভুল ভাবে পূরন করুনঅবশ্যই আপনার National ID Card অথবা Passport যে নাম এবং জন্ম তারিখ দেয়া আছে হুবুহু েটাই দিন। তাহলে পরে আইডি VERIFICATION সমস্যা হবে না(এখনে “First Name” এবং “Last Name” এর ঘরে আপনার National ID Card এ ইংরেজিতে আপনার নাম যেভাবে আছে ঠিক সেই ভাবেই দিতে হবে। নামটি যদি এরূপ হয়ঃ Md. Rafiqul Islam তাহলে “First Name”-এর ঘরে দিবেন “Md RafiqulMd-এর পর(.)দিবেন না আর “Last Name” -এর ঘরে দিবেন Islam)

৫) ফরমটি পূরন হয়ে গেলে Get Started বাটন এ ক্লিক করুন।

৬) এখন রেজিস্ট্রেশন ফরমটি পূরন করার সময় যে Mail Address টি দিয়েছেন ঐ Mail AddressoDesk থেকে একটি Mail পাঠানো হয়েছে যেখানে একটি Confirmation Link রয়েছে। আপনার Mail টি ওপেন করে Confirmation Link ক্লিক করে আপনার রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে আপনার oDesk-এ Account হয়ে গেলো।




আউটসোর্সিং এ নিজেকে দক্ষ করে তুলার জন্যে প্রশিক্ষণ নিতে ভিজিট করুনঃ

No comments:

Post a Comment