Showing posts with label তথ্য ও সেবা. Show all posts
Showing posts with label তথ্য ও সেবা. Show all posts

এপ্রিলে বিদায় নিচ্ছে গুগল প্লাস

Best Freelancing Training Center in Comilla
গুগল প্লাসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা গুগল প্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ২ এপ্রিল। এর আগে গুগল পক্ষ থেকে বলা হয়েছিল এবারের শরতেই তাদের এ সেবাটি বন্ধ করা হবে।

জিমেইলে আসছে আরও নতুন ফিচার


Outsourcing Training Center in Comilla
গুগলের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) চালিত ইনবক্স বাই জিমেইল সেবাটি বন্ধ হচ্ছে আগামী মাসেই। গুগল কর্তৃপক্ষ এখন শুধু জিমেইলকে গুরুত্ব দিচ্ছে। তবে ইনবক্স বন্ধ করার আগে ইনবক্সের বেশ কিছু ফিচার জিমেইলে যুক্ত হচ্ছে।

লিঙ্কডইন-এ প্রোফাইল সাজানোর ৮টি পরামর্শ

ফেসবুক, টুইটারের মতোই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে লিংকডইনে রয়েছে বেশ কিছু বাড়তি সুবিধা। চাকরির খোঁজ জানা, কর্পোরেট প্রোফাইল তৈরি, সহজেই চাকরির আবেদনের সুযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ থাকায় পেশাজীবি এবং চাকরিপ্রার্থীদের কাছে এর কদর অনেক বেশি। এক কথায় লিংকডইনকে বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্কও বলা চলে।

গুগলে বাড়তি কিছু টুলস ও এর ব্যবহার

ইন্টারনেটে থাকা কোটি কোটি তথ্য থেকে আপনি যা খুজঁছেন তা বের করে আনে গুগল। সার্চ ইঞ্জিন হিসেবেই মূল পরিচিতি গুগলের। তথ্য খোঁজা ছাড়াও বেশ কিছু দরকারি আর মজার কাজ করে দেবে গুগল। ওই সার্চ সুবিধা থেকেই আপনি নিত্যপ্রয়োজনীয় কিছু কাজ সহজেই সেরে ফেলতে পারেন।
Green IT || The Best Outsourcing and Freelancing Training Center in Comilla

কম্পিউটারের সাধারণ কিছু কাজ

কম্পিউটারের সাধারণ কিছু বিষয় অনেক সময় বেশ কাজে দেয়। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে।

Green IT || The Best Outsourcing and Freelancing Training Center in Comilla

পেনড্রাইভ বারবার ফরম্যাট দেয়া থেকে বাঁচার উপায়

Green IT || The Best Outsourcing and Freelancing Training Center in Comilla
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল বা ফোল্ডার আদান-প্রদানের জন্য পেনড্রাইভের ব্যবহার এখন সর্বজনীন। কিন্তু পেনড্রাইভ ব্যবহারে মাঝেমধ্যে অনেকে সমস্যার মুখে পড়েন। এর মধ্যে একটি হলো, কম্পিউটারে যুক্ত করার সঙ্গে সঙ্গে ফরম্যাট করতে বলে। মনে করুন, আপনি পেনড্রাইভে করে কিছু ফাইল এনে অন্য কম্পিউটারে যুক্ত করার সঙ্গে সঙ্গে একটি ডায়ালগ বক্স দেখিয়ে পেনড্রাইভটি ফরম্যাট করতে বলে। ফরম্যাট করলে সব ফাইল ও ফোল্ডার মুছে যাবে। আবার ফরম্যাট না করেও ফাইলগুলো দেখার উপায় থাকে না। সে ক্ষেত্রে আপনি যা করতে পারেন:

আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর হার্ডডিস্কে নতুন ড্রাইভ তৈরি করবেন যেভাবে

হার্ডডিস্কে নতুন ড্রাইভ তৈরি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে ক্লিক করে খুললে C:, D:, E: ইত্যাদি লেখা যে আইকনগুলো দেখা যায় সেগুলো কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন বা বিভাগ অর্থাৎ পুরো হার্ডডিস্কের জায়গা কয়েকটি ভাগে বণ্টন করা হয়েছে নতুন কম্পিউটার কেনার পর সাধারণত এক বা দুটি পার্টিশন থাকে তবে ফাইলগুলো বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখতে আরও ড্রাইভের দরকার হতে পারে সব পার্টিশন ভেঙে নতুন করে দিতে গেলে ডেটা নষ্ট হয়ে যাবে তবে তথ্য না হারিয়েও বিদ্যমান ড্রাইভের জায়গা থেকে পার্টিশন দিয়ে নতুন ড্রাইভ বানানো যায়

কম্পিউটার ভালো রাখার উপায়

Green IT || The Best Outsourcing and Freelancing Training Center in Comilla

কম্পিউটার, স্মার্টফোনসহ নানা যন্ত্র এখন আমাদের নিত্যসঙ্গী। আধুনিক এই যন্ত্রগুলো ব্যবহারকারীর সাধারণ অভ্যাসের কথা মাথায় রেখেই তৈরি করা হয়। বিভিন্ন কাজ করার প্রোগ্রাম বা অ্যাপগুলোও এতটাই সহজভাবে তৈরি করা হয়, যেন যেকোনো বয়সের ব্যবহারকারীই এগুলো সহজে ব্যবহার করতে পারেন। ব্যবহার শুরু করার চেষ্টা করলেই ধীরে ধীরে পুরো বিষয়টি আয়ত্তে চলে আসে। তবে এসব যন্ত্র সাবলীলভাবে ব্যবহার করতে এবং এগুলোর যত্নে কিছু বিষয় জানা থাকা ভালো। তেমন কিছু বিষয় নিয়েই এই আয়োজন।

আপনার ফেসবুক আইডি-টি নিরাপদ রাখবেন যেভাবে || Security of your Facebook ID

Facebook Security, Green IT, Best Outsourcing Training Center in Comilla
হুট করে দেখলেন আপনার ফেসবুক দেয়ালে বিব্রতকর কিছু ছবি চলে এসেছে! তাও আবার আপনার বন্ধু তালিকায় থাকা কারও কাছ থেকে। আপনার বন্ধু তালিকায় থাকা অন্যরা যখন আপনার দেয়ালে এসে সেই ছবিগুলো দেখেবিব্রত হবেন। আবার যাঁর মাধ্যমে ছবিগুলো এসেছে, তাঁর সম্পর্কেও আপনার বিরূপ ধারণা হতে পারে। এ ছাড়া আপনার অতি ব্যক্তিগত ছবি কিংবা তথ্য ফেসবুকে আছে, যা অনাকাঙ্ক্ষিত কেউ ব্যবহার করলেও আপনি বিপদে পড়তে পারেন।

আমার কুমিল্লাবাসী, আমরা ঢাকার দামে ইন্টারনেট চাই


Green IT | Best Outsourcing Training Center in Comilla


ইন্টারনেট বা প্রযুক্তির এই যুগে আমাদের কুমিল্লাতে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য হয়নি!!!! যে দুয়েকটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান রয়েছে তারা প্রতিটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ মূল্য বা লাইন খরচ বাবদ ৩০০০ থেকে ৭০০০ টাকা চায় এবং 1mbps –এর দাম ১৫০০ থেকে ২৫০০ টাকা  চায়!!! যাহা একজন সাধারণ ছাত্রছাত্রী কিংবা ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক এমন একজন সাধারণ ব্যাক্তির পক্ষে সম্ভবপর নয় (কুমিল্লাতে ১২৮ kbps-এর দাম ৮০০ টাকা আর ঢাকাতে ২mbps –এর দাম মাত্র ৭০০ টাকা)

এছাড়াও বর্তমানে ইন্টারনেট-এর মাধ্যমে “ঘরে বসে অর্থ উপার্জন” করার যে সুবর্ন সুযোগ “আউটসোর্সিংএই পেশায় ইচ্ছা থাকা শর্তেও ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সহজলভ্য না থাকায় বা এর অতিরিক্ত ছড়া মুল্যের কারণে শত শত বেকার যুবক-যুবতী বা ছাত্রছাত্রী এই মহৎ পেশায় আসতে পারছেনা।

তাই আমাদের কুমিল্লাবাসীর প্রাণের দাবী,  কুমিল্লা শহরের প্রতিটি পারহা-মহল্লায় এমনকি কুমিল্লার প্রত্যেকটি উপজেলায়ও ঢাকার মতো স্বল্প দামে  ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চাই সৌজন্যেঃ Green IT

ঘরে বসে অনলাইনেই পাসপোর্ট এর ফরম পূরণ করুন

Green IT | Best Outsourcing Training Center in Comilla, পাসপোর্টদেশের বাইরে যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। কেউ পড়াশোনা করতে, কেউ চিকিৎসার জন্য কেউ যাবেন জীবনের তাগিদে রোজগার করতে কেউবা শুধুই ঘুরতে। যে জন্য-যেখানেই যেতে চাই প্রথমে প্রয়োজন পাসপোর্ট। অনেকেই ঝামেলা মনে করে এই জরুরি কাজটি করতে চাই না। কিন্তু অনেক সময় প্রয়োজনে পাসপোর্ট না থাকার কারণে বিড়ম্বনায় পড়তে হয়।


তবে এখন পাসপোর্ট করা কিন্তু অনেক সহজ। আপনি ঘরে বসে অনলাইনেই অনেক কাজ করে নিতে পারেন। জেনে নিন পাসপোর্ট করার সহজ পরামর্শ:

প্রথমে ব্যাংকে টাকা জমা দিয়ে আসতে হবে কারণ অনলাইনে আবেদন ফর্মে ঐ ব্যাংকের রশিদ নম্বর এবং জমার তারিখ দিতে হয়। এক মাস সময় নিয়ে পাসপোর্ট পেতে ৩০০০ টাকা এবং ১৫ দিনের পাসপোর্টের জন্য ৬০০০ টাকার সাথে ১৫ শতাংশ ভ্যাট জমা দিতে হবে।

ফর্ম পূরণ 

জাতীয় পরিচয়পত্র (National ID Card) এর ছবি পরিবর্তন তথ্য পরিবর্তন ও নতুন ভোটার হোন অনলাইনে

জাতীয় পরিচয়পত্র, National ID Card
বাংলাদেশের ১০ কোটি জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) ধারী ও ১৮ বৎসর বয়সী ভোটার হবার উপযুক্ত সকল নাগরিকের জন্যে এই পোস্টটি। বাংলাদেশে যত জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) আছে ৯৯% ছবি অস্পষ্ট ও ২০% জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল রয়েছে, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের বিস্তারিত ডিটেইলস দেখতে পারবেন, ছবি পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, ভুল সংশোধন ও তথ্য হালনাগাদ করতে পারবেন ও কিভাবে অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন ফরম পূরণ করা যাবে ।

বাড়িয়ে নিন আপনার পিসি-এর Net Speed: পদ্ধতি ৪ “Update Network Card Driver”

পদ্ধতিতে আপনার  Network Card Driver সফট টি Update করে নিতে হবে। আমাদের motherboard সিডি তে নতুন Network Card Driver থাকে না। এটিও নেট speed কম হওয়ার কারন তাই নতুন Network Card Driver সফট টি আপডেট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ 

বাড়িয়ে নিন আপনার পিসি-এর Net Speed:পদ্ধতি ৩ Reset “WinSock”

WinSock  Reset দিলে ইন্টারনেট এর গতি  বেরে যায়। তাই মঝে মাঝে আপনের PC-এর  WinSock  Reset দিবেন। আর এই পদ্ধতিটি একেবারেই Simple PC-এর  WinSock  Reset দেয়ার জন্যে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

বাড়িয়ে নিন আপনার পিসি-এর Net Speed: পদ্ধতি ২ (Disable Unnecessary Services)

পদ্ধতি টি একটু ভাল ভাবে বুঝে করতে হবে।কিছু কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয় তাই সে গুল কে নিয়ন্ত্রণ করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ  
ধাপ : ধাপ : আপনার কীবোর্ড থেকে Windows button+R চাপুন।Run Windows আসবে।
Green IT | Best Outsourcing Training Center in Comilla

বাড়িয়ে নিন আপনার পিসি-এর Net Speed: পদ্ধতি ১ (Drain out DNS Cache)

পদ্ধতি টি খুবই সহজ।নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
ধাপ : আপনার কীবোর্ড থেকে Windows button+R চাপুন।Run Windows আসবে।
Green IT- Best Outsourcing Training Center in Comilla