Showing posts with label আউটসোর্সিং ও ফ্রীল্যান্সিং. Show all posts
Showing posts with label আউটসোর্সিং ও ফ্রীল্যান্সিং. Show all posts

আইটিতে দক্ষ পেশাজীবী হতে এখন কী কী শিখবেন?

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। সেই উন্নত ভবিষ্যৎ এর স্বপ্ন নিয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি ও নিয়োগকর্তারা খুঁজছেন আইটিতে দক্ষ পেশাজীবী। আর সেই চাহিদাকে সঙ্গী করে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিষয়। চলুন, জানি এমন কিছু বিষয় সম্পর্কে:

গুগল-ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে ১৫% ভ্যাট

সার্চ ইঞ্জিন গুগল, আমাজান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের বিজ্ঞাপন থেকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) নেবে সরকার। অর্থাৎ ফেসবুক-ইউটিউবের মতো ভার্চ্যুয়াল জগতে বাংলাদেশ থেকে যেসব বিজ্ঞাপন দেওয়া হয়, তা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট নেবে সরকার।

ফ্রিল‍্যান্সিং বিষয়ক সেমিনার

দেশে এখন অনেক তরুণ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত। এ বিষয়ে নতুন জ্ঞান অর্জনেও আগ্রহী তাঁরা। অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তেমনই একটি ক্ষেত্র। গতকাল সোমবার ড‍্যাফোডিল ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক‍্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল‍্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংবিষয়ক একটি সেমিনার। অনুষ্ঠানে বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সারা দেশের পাঁচ শতাধিক তরুণ অংশ নেন।

আউটসোর্সিং কোন পথে?

Freelancing Training Center in Comilla
প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের কাজের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কাজের সুযোগ। এর বড় একটি উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এতে নির্দিষ্ট অফিসে বসে কাজের পরিবর্তে প্রতিষ্ঠানগুলো বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কাজের দায়িত্ব দিয়ে দেয়। বিশ্বজুড়ে আউটসোর্সিং খাতের প্রবৃদ্ধি হচ্ছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১৮ সালে আউটসোর্সিং শিল্পের আকার ৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

ফ্রিল্যান্সিং খাত থেকে আয়ের নতুন ৫ উপায়

Freelancing Training Center in Comilla
ফ্রিল্যান্সারদের নিয়ে কাজের একটি বিশাল বাজার তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের উদ্যোক্তারা ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করতে শুরু করেছেন। এ খাত থেকেও অর্থ আয়ের নতুন নতুন উপায় নিয়ে কাজ করছেন তাঁরা।

সিপিএ মার্কেটিং করে অনলাইনে আয়

ইন্টারনেটের সহজলভ্যতা অনেককেই এখন অনলাইন আয়ের ব্যাপারে উৎসাহিত করে । বিশেষ করে তরুণদের অনলাইনে আয়ের ব্যাপারে আগ্রহের কমতি নেই। আর অনলাইনে আয়ের যে কয়েকটি উল্লেখযোগ্য উপায় আছে, তার একটি সিপিএ মার্কেটিং। তবে কাজ শুরুর আগে মাথায় রাখতে হবে যে সিপিএ মার্কেটিং মূলত করতে হবে বাংলাদেশের বাইরের নেটওয়ার্কে এবং ভাষা হবে ইংরেজি।
Freelancing Training Center in Comilla

ঘরে বসে অনলাইনে আয়ের বিভিন্ন উপায় সমূহ

ইন্টারনেট মানুষের জীবনে প্রভাব ফেলছে। মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
Green IT Freelancing Training Center in Comilla


এপ্রিলে বিদায় নিচ্ছে গুগল প্লাস

Best Freelancing Training Center in Comilla
গুগল প্লাসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা গুগল প্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ২ এপ্রিল। এর আগে গুগল পক্ষ থেকে বলা হয়েছিল এবারের শরতেই তাদের এ সেবাটি বন্ধ করা হবে।

জিমেইলে আসছে আরও নতুন ফিচার


Outsourcing Training Center in Comilla
গুগলের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) চালিত ইনবক্স বাই জিমেইল সেবাটি বন্ধ হচ্ছে আগামী মাসেই। গুগল কর্তৃপক্ষ এখন শুধু জিমেইলকে গুরুত্ব দিচ্ছে। তবে ইনবক্স বন্ধ করার আগে ইনবক্সের বেশ কিছু ফিচার জিমেইলে যুক্ত হচ্ছে।

লিঙ্কডইন-এ প্রোফাইল সাজানোর ৮টি পরামর্শ

ফেসবুক, টুইটারের মতোই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে লিংকডইনে রয়েছে বেশ কিছু বাড়তি সুবিধা। চাকরির খোঁজ জানা, কর্পোরেট প্রোফাইল তৈরি, সহজেই চাকরির আবেদনের সুযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ থাকায় পেশাজীবি এবং চাকরিপ্রার্থীদের কাছে এর কদর অনেক বেশি। এক কথায় লিংকডইনকে বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্কও বলা চলে।

45 Questions and Answers of YouTube Copyright School – 2016

It’s annoying when you can’t proceed to your YouTube account when your video has been strike with video infringement. The screen of YouTube Copyright School will haunted you before you can access your YouTube account. 


YouTube Copyright School

Simple way to solve this is by answer correctly to proceed. There are only four questions. Here are some answers that you can use which will help you to proceed to your YouTube Account:

Upwork এ শুধু বিডই করে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না! আগে নিজেকে প্রস্তুত করুন তারপর বিড করুন!!!

Best Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

আমরা অনেকেই বিভিন্ন মাধ্যমে ফ্রীল্যান্সিং এর জন্য কাজ শিখেছি অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে কাজ শিখেছি আবার অনেকে বিভিন্ন বাংলা টিউটোরিয়াল এর মাধ্যমেও কাজ শিখেছি কিন্তু যারা বিভিন্ন মাধ্যম থেকে ফ্রীল্যান্সিং বা অনলাইনে কাজ করার জন্য কাজ শিখে থাকেন তাদের মধ্যে অনেককেই বলতে শুনা যায় যে, আমি তো খালি বিডই করে যাচ্ছি কিন্তু কাজ তো পাচ্ছি না   আবার একই জায়গা থেকে কাজ শিখে কেউ কেউ - সপ্তাহের মধ্যেই কাজ পেয়ে যান আবার নতুনদের মধ্যে অনেকেই কাজ না পেয়ে হতাশ হয়ে বলে থাকেন, এখন আর নতুনরা নাকি কাজ পায় না 

Upwork এ জব সাক্সেস রেট ঠিক রাখুন

Green IT,Best Outsourcing Training Center in Comilla, Outsourcing Training Center in Comilla
আপনার সাথে ক্লায়েন্ট এর একটা ছোট কিন্তু ভালো কাজ আপনাকে পুনরায় হায়ার করতে সাহায্য করবে। তারা সহজে আপনাকে রিকমেন্ড করবে এবং অন্য ক্লায়েন্ট এর কাছে নিজে থেকে আপনাকে পরিচয় করিয়ে দিবে। আর আপওয়ার্ক এর নতুন পলিসি অনুযায়ী আপনার সাক্সেস রেটই  আপনার জব পাওয়ার একমাত্র চাবি কাঠি।  আপনার সাক্সেস রেট বাড়ানোর কিছু কৌশল বর্ননা করা হলঃ

ফ্রীল্যান্সিং করে অর্থ আয় করতে হলে যা যা করতে হবে

Green IT, Best Outsourcing Training Center in Comilla, Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

প্রচুর প্রোজেক্টে বিড করুণঃ আপনি যত বেশী বিড করবেন তত বেশী কাজ পাবার সম্ভাবনা বেড়ে যাবে। এটা ঠিক আপনি এক সাথে সব কাজ করতে পারবেন না তবে আপনি ক্ষেত্রে ওই সব কাজ আগে করবেন যে সব কাজে টাকা বেশী। আপনি যদি সঠিক বেশী দামের কাজ না পান তাহলে আপনার বিড করা চালিয়ে যান। এভাবে চালিয়ে গেলে আপনার কাজ পাবার সম্ভাবনাও বাড়বে সাথে ভালো মূল্যের কাজও বেছে নিতে পারবেন।

Upwork-এ কাজ পাওয়ার কিছু কৌশল

Green IT, Best Outsourcing Training Center in Comilla, Freelancing Training Center in Comilla

ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার  অন্যতম একটি ওয়েবসাইট হল Upwork মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) এই  সাইট থেকে কাজ নিয়ে থাকেন। কিছু কৌশল জানা থাকলে কাজ পাওয়াটা হয় সহজ

অতিরিক্ত রেটে বিড না করাঃ কেউ কেউ আছেন, যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই কাজ পেয়ে যান। আবার কেউ কেউ আছেন, যাঁরা ১০০টা আবেদন করেও পান না এটা অনেকটা নির্ভর করে আপনি কত কম অর্থে (ডলার) কাজটি করে দেওয়ার জন্য আবেদন করেছেন তার ওপর 

“অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন” –এই জগতে আসার আগে যে বিষয় গুলো নিয়ে ভাবতে হবে

অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জনবেপারটা প্রথম প্রথম শুনা মাত্রই নতুন এক কৌতুহলের জন্ম দেয় আমাদের মনে, তারপর অনেকেই হুটহাট করে নেমে পড়েন অর্থ উপার্জনের লক্ষ্যে কোন চিন্তাভবনা না করেই, কিন্তু কিছু সময় পরে বুঝতে পারেন কাজটা তাদের জন্য না এবং হতাশ হয়ে নেতিবাচক ধারনাও করে বসেন অনেকে   
অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন

তো অনলাইনেঘরে বসে অর্থ উপার্জন–এই জগতে আসার আগে আমাদের যে যে বিষয় গুলো নিয়ে ভাবা উচতঃ