আমার কুমিল্লাবাসী, আমরা ঢাকার দামে ইন্টারনেট চাই


Green IT | Best Outsourcing Training Center in Comilla


ইন্টারনেট বা প্রযুক্তির এই যুগে আমাদের কুমিল্লাতে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য হয়নি!!!! যে দুয়েকটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান রয়েছে তারা প্রতিটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ মূল্য বা লাইন খরচ বাবদ ৩০০০ থেকে ৭০০০ টাকা চায় এবং 1mbps –এর দাম ১৫০০ থেকে ২৫০০ টাকা  চায়!!! যাহা একজন সাধারণ ছাত্রছাত্রী কিংবা ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক এমন একজন সাধারণ ব্যাক্তির পক্ষে সম্ভবপর নয় (কুমিল্লাতে ১২৮ kbps-এর দাম ৮০০ টাকা আর ঢাকাতে ২mbps –এর দাম মাত্র ৭০০ টাকা)

এছাড়াও বর্তমানে ইন্টারনেট-এর মাধ্যমে “ঘরে বসে অর্থ উপার্জন” করার যে সুবর্ন সুযোগ “আউটসোর্সিংএই পেশায় ইচ্ছা থাকা শর্তেও ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সহজলভ্য না থাকায় বা এর অতিরিক্ত ছড়া মুল্যের কারণে শত শত বেকার যুবক-যুবতী বা ছাত্রছাত্রী এই মহৎ পেশায় আসতে পারছেনা।

তাই আমাদের কুমিল্লাবাসীর প্রাণের দাবী,  কুমিল্লা শহরের প্রতিটি পারহা-মহল্লায় এমনকি কুমিল্লার প্রত্যেকটি উপজেলায়ও ঢাকার মতো স্বল্প দামে  ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চাই সৌজন্যেঃ Green IT

No comments:

Post a Comment